নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানা কমিটির আলাদা দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে নওদাপাড়া এলাকায় শাহমখদুম থানা ও শহীদ জামিল স্মৃতি সংসদে কাশিয়াডাঙ্গা থানার সভা অনুষ্ঠিত হয়। দুই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা এমপি।
শাহমখদুম থানার সভায় সভাপতিত্ব করেন থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন। বক্তব্য দেন, মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য নাজমুল করিম অপু প্রমুখ। সভাটি পরিচালনা করেন আমিনুল ইসলাম রেজা।
কাশিয়াডাঙ্গা থানার সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ইসহাক আলী মন্ডল। সেখানেও বক্তব্য দেন, মহানগর কমিটির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমন্ডলীর সদস্য নাজমুল করিম অপু, থানা কমিটির নেতা আদিলুজ্জামান আদিল, সামদাদ হোসেন মডি, গোলাম রসুল বাবলু প্রমুখ। উপস্থিত ছিলেন, মহানগর সদস্য মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি, আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক প্রমুখ। সভাটি পরিচালনা করেন কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ।
সভাগুলোতে আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এমপি ফজলে হোসেন বাদশা।
এসবি/ জেআর/এআইআর