সাহেব-বাজার ডেস্ক: ইংল্যান্ড সিরিজের রেশ না কাটতেই আজ থেকে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বেলা ২টায় শুরু হবে। এ সিরিজ শুরুর ম্যাচে সবার বিশেষ দৃষ্টি থাকবে সাকিব আল হাসানের দিকে। এই বিশ্বসেরা অলরাউন্ডারের একটি বিতর্ক ঢাকা না পড়তেই আরেকটি এসে হাজির!
ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই একটি জুয়েলারি শোরুমের উদ্বোধনের জন্য উড়ে যান দুবাইয়ে। তার এই ছুটে যাওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এই বিতর্ক পেছনে ফেলে দুবাই থেকে দেশে ফিরেই ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বিশ্ব তারকা।
প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিনি। শুরু থেকে দলের সঙ্গে না থাকলেও নিজের পারফরম্যান্সের ওপর তার প্রভাব পড়ে না সাকিবের। এমন অনেক অতীত উদাহরণ রয়েছে দেশের সবচেয়ে সফল এই ক্রিকেটারের। বিতর্ক পেছনে ফেলে কীভাবে পারফরম্যান্সের দ্যুতি ছড়ান সাকিব- সেটিই বড় রহস্য। আর সেটি দেখার অপেক্ষায় বাংলাদেশ।
ইংলিশদের বিপক্ষে আগের সিরিজেই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, কীভাবে দুই ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামাতে হয়। ঘরের মাঠে শক্তিশালী দল বাংলাদেশ। পৃথিবীর পরাশক্তি দলগুলো তাদের সামনে অসহায় হার মানে। গত সিরিজে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষেও আলো ছড়ানো পারফরম্যান্স দেখাবে টাইগাররা- এমন প্রত্যাশা সবার। তবে আয়ারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না বাংলাদেশ। তামিমদের প্রধান কোচ হাথুরুসিংহে বলেছেন, অন্য সব দলের মতো প্রবল প্রতিপক্ষ আয়ারল্যান্ডও।
তবে নিজেদের সহজাত খেলাটাই খেলবে বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছেন হাথুরুসিংহে। তার অধীনে বদলে যাওয়া বাংলাদেশকে দেখা যাচ্ছে। বিদেশি পরাশক্তি দলগুলোর বিপক্ষে যখন জয়ের জন্য স্পিনারদের দিকে তাকিয়ে থাকতে হতো, সেটি আর এখন দেখা যাচ্ছে না। বাংলাদেশের পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আলো ছড়াচ্ছেন মোস্তাফিজ-তাসকিনরা। পেসারদের প্রতি আস্থা বেড়ে গেছে। তরুণ ব্যাটসম্যানরাও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তবে বিশ্বকাপের আগের খেলোয়াড়দের পুল হৃষ্টপুষ্ট দেখতে চান হাথুরুসিংহে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়েও দেখে নিতে চান। আর ঠিক এ কারণেই নাকি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিশ্বকাপের ভাবনায় আছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। হার-জিতের চেয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলোয়াড়দের পরখ করে দেখার দিকেই মনোযোগ থাকছে বাংলাদেশের।
আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ। সম্প্রতি তেমন বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আইরিশদের। আর সেটিই তাদের ভোগাতে পারে। গত নয় মাসে মাত্র দুটি ওয়ানডে সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে সিরিজ হার এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১-১ তে ড্র করেছে তারা। এ সময়ে বাংলাদেশ ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছে।
এ পর্যন্ত বাংলাদেশ ও আয়ারল্যান্ড পরস্পরের বিপক্ষে ১০টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ৭টি ম্যাচেই জয় তুলে নেয় বাংলাদেশ। ২টি ম্যাচে জিতেছে আইরিশরা। অপর ম্যাচটির ফল হয়নি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ। এ ছন্দ ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবেন লাল-সবুজের জার্সিধারীরা।
এসবি/এমই