‘শুধু ক্লাসের পরীক্ষায় পাশ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না’


সাহেব-বাজার ডেস্ক: ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

আসাদুজ্জামান নূর এমপি বলেন, শুধু ক্লাসের পরীক্ষায় পাশ করে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। শুধু একাডেমিক পড়াশোনা নয়, সব বিষয়ের উপর জ্ঞান আহরণ করতে হয়। জ্ঞান চর্চা করতে হয়। এজন্য সরকারি লাইব্রেরিগুলো রয়েছে। সেখানে সরকার অনেক বই দিয়েছে। সেখানে গিয়ে যেমন একাডেমিক পড়াশোনা করা যায় তেমনি বাহিরের পড়াশোনাও করা যায়। এর ফলে মেধার বিকাশ ঘটে। লাইব্রেরিতে যাতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে এজন্য সুধী সমাজের পাশাপাশি অবিভাবকদেরও সহায়ক ভূমিকা রাখা দরকার।

পরে আবৃত্তি, চিত্রাংকণ ও বই পাঠ প্রতিযোগীতায় বিজয়ী ২২ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এসবি/এআইআর