- 1Share
সাহেব-বাজার ডেস্ক : পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।
জনসংযোগ প্রশাসন অধ্যাপক আজিজুর রহমান জানান, উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা বন্ধ থাকবে।
এসবি/এআইআর
- 1Share