সাহেব-বাজার ডেস্ক: মাত্র তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আরেকটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় রবিবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘পদ্ধতিগত ঝুঁকি’ বিবেচনায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করেন। এটি মার্কিন ব্যাংকিং ইতিহাসের তৃতীয় বৃহত্তম ব্যর্থতা। মাত্র দুই দিন আগে বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। গত বছরের শেষ পর্যন্ত ব্যাংকটির মোট ১১০.৩৬ বিলিয়ন
ডলারের সম্পদ এবং ৮৮.৫৯ বিলিয়ন ডলারের আমানত ছিল বলে জানিয়েছে নিউইয়র্কের আর্থিক সেবা বিভাগ।
মার্কিন রাজস্ব দপ্তর ও অন্য ব্যাংক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সিগনেচার ব্যাংক ও সিলিকন ভ্যালি ব্যাংকের আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এ জন্য করদাতাদের কোনো ক্ষতির মুখে পড়তে হবে না।
রয়টার্স জানিয়েছে, রবিবার ম্যানহাটনে কোম্পানির সদর দপ্তরে এক বৈঠকের জন্য জড়ো হতে শুরু করে সিগনেচার ব্যাংকের কর্মীরা। কেউ কেউ একটি ইতালীয় রেস্তোরাঁয় খাবার অর্ডার করেন। পরে ব্যাংকের কার্যক্রম বন্ধের ঘোষণা এলে ধীরে ধীরে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে দেখা যায়।
এফডিআইসি জানিয়েছে, সোমবার থেকে সিলিকন ভ্যালি ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে রবিবার একটি ‘ব্রিজ’ ব্যাংক স্থাপন করা হবে। সিগনেচার ব্যাংকের আমানতকারী ও ঋণগ্রহীতারা স্বয়ংক্রিয়ভাবে ব্রিজ ব্যাংকের গ্রাহক হয়ে যাবেন। ব্রিজ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গ্রেগ কারমাইকেলকে মনোনীত করেছেন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিগনেচার ব্যাংকের আমানতের এক-চতুর্থাংশ আসে ক্রিপ্টোকারেন্সি খাত থেকে। তবে ডিসেম্বরে ব্যাংক কর্তৃপক্ষ ঘোষণা দেয় ক্রিপ্টো-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ৮ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সঙ্গে সিগনেচার ব্যাংকের দীর্ঘ সম্পর্ক ছিল। ট্রাম্প ও তার পরিবারের বেশকিছু ব্যবসায়িক উদ্যোগে এই ব্যাংকের বিনিয়োগ ছিল। তবে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে প্রাণঘাতী দাঙ্গার পর ২০২১ সালে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ব্যাংকটি তাকে পদত্যাগের আহ্বান জানায়।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, মার্কিন সরকারের রবিবারের পদক্ষেপের ফলে ব্যাংকিং সিস্টেমের প্রতি মানুষের আস্থা বাড়াবে বলে আশা করেন তিনি। তিনি বলেন, এসব ব্যাংকের বহু আমানতকারী ছোট ব্যবসায়ী। তাদের মধ্যে উদ্ভাবনী অর্থনীতির চালিকাশক্তিরাও রয়েছেন। আর তাদের সফলতা নিউইয়র্কের অর্থনৈতিক গতিশীলতার মূল চাবিকাঠি।
এসবি/এমই