সাহেব-বাজার ডেস্ক: মূলধন সংকটে পড়ে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। প্রযুক্তি খাতের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের ঋণ দেওয়া ব্যাংকটির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এর নিয়ন্ত্রণ নেয় ইউএস ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। তদারকি সংস্থাটি জানিয়েছে, ব্যাংকের সম্পদ বিক্রি করে আমানতকারী বা পাওনাদারদের অর্থ পরিশোধের ব্যবস্থা করা হবে। খবর বিবিসির।
এফডিআইসি জানিয়েছে, ব্যাংকটিতে থাকা প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে এটি ১৬তম বড় আমানতের পরিমাণ। গ্রাহকরা আগামী সোমবারের আগে তাদের ইন্স্যুরেন্স করা অর্থ তুলতে পারবেন না। আর ইন্স্যুরেন্সের আওতায় না থাকা অর্থ ব্যাংকের সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে।
গত ডিসেম্বরের শেষ পর্যন্ত এসভিবির সম্পদ ছিল প্রায় ২০৯ বিলিয়ন ডলারের এবং আমানত ছিল ১৭৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বুধবার থেকে এসভিপির বিপর্যয় দ্রুত ঘটতে থাকে। এদিন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কিছু সম্পদ বিক্রি করে তাদের ১৮০ কোটি ডলার ক্ষতি হয়েছে। ব্যালান্সশিট শক্তিশালী করতে ২২৫ কোটি ডলারের নতুন শেয়ার বিক্রি করবে তারা।
ব্যাংকের ওই ঘোষণার পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় আমানত তুলে নিতে শুরু করে গ্রাহকরা। এতে এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের শেয়ারের দাম ৬০ শতাংশ পড়ে যায়। শুক্রবার পুঁজিবাজার খোলার আগেও ৬০ শতাংশ দরপতন হয়। ফলে দুই দিনে দরপতন হয় ৮৪ শতাংশ। সব মিলিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন।
এর আগে যুক্তরাষ্ট্রের সবশেষ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে ২০০৮ সালে। বিশ^জুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে ৩০৭ বিলিয়ন ডলার সম্পদমূল্যের ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের কার্যক্রম স্থগিত করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর প্রায় ১৫ বছরের মাথায় আরেকটি ব্যাংক বন্ধের ঘটনা ঘটল।