প্রেম বিয়ে সন্তান এত লুকোচুরি কেন


সাহেব-বাজার ডেস্ক : আগে প্রেম, তার পর বিয়ে, তার পর সন্তান- এই ছক এখন আর নেই! এটা উল্টে ফেলেছেন তারকারা। আগে প্রেম, তার পর সন্তান আর সবশেষে সন্তানকোলে বিয়ে। আর সর্বশেষ বিচ্ছেদ! পশ্চিমা এই সংস্কৃতি কি আমাদের উপমহাদেশেও চলে এসেছে? আমাদের দেশের তারকারাও কি এর বাইরে? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে! ‘যখন বিয়ে করব তখন সবাইকে জানাব’- এমন কথা সংবাদকর্মীদের মাধ্যমে দর্শককে প্রায়ই বলে থাকেন আমাদের দেশের তারকারা।

কিন্তু দেখা যায় এমন কথা বলার অনেক আগেই তারা বিয়ে করে সংসার করছেন! এমনকি তাদের সন্তানও আছে। যদিও তারকা হলেই বিয়ের খবর জানাতে হবে, সন্তানের খবর বলতে হবে এ রকম নিয়ম নেই! কিন্তু বিবাহিত হয়ে সেটা গোপন রেখে মিথ্যা বলা, সন্তানের খবর গোপন রাখা ভক্তদের সঙ্গে এক প্রকার প্রতারণা। বিয়ে, সংসার, সন্তান নিয়ে লুকোচুরি করাটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে।

এই ট্রেন্ডে এখন সবচেয়ে আলোচিত চরিত্র চিত্রনায়িকা শবনম বুবলী। দুটি ছবি প্রকাশের পর তুমুল আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী। বিষয়টি নিয়ে জোর চর্চার মধ্যেই তিনি সাংবাদিকদের জানালেন, কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করবেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তোলা নিজের দুটি ছবি ভেরিফায়েড পেজে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘আমি ও আমার জীবন।’ দুই ছবির একটিতে ‘বেবি বাম্পের’ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অনেকেই। ফেসবুকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

মাঝে কয়েক মাস যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন বুবলী, তখন থেকেই তার সন্তানধারণ নিয়ে গুঞ্জন চলছিল শোবিজে, বিভিন্ন গণমাধ্যমের খবরেও তা উঠে এসেছে। দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কোনো সত্যত্যা নিশ্চিত করেননি তিনি। দুটি ছবি প্রকাশের পর সেই গুঞ্জনে ভিত্তি দিয়েছেন বুবলী, পুরনো গুঞ্জন যখন নতুন করে সামনে এলো, তখনো নিশ্চিত করলেন না এ অভিনেত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী বলেছেন, ‘বিষয়টি নিয়ে কয়েকদিনের মধ্যে সবার সঙ্গে কথা বলব। অনুগ্রহ করে সবকিছু না জেনে ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করবেন না। এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছুই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি কয়েকদিনের মধ্যেই আপনাদের পরিষ্কার করব। আপনারা ভুল ব্যাখ্যা দেবেন না।’

এদিকে ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, দুই বছর আগেই ছেলে সন্তানের মা হয়েছেন বুবলী। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান। বাবা শাকিব খান। সন্তানের জন্ম দেন আমেরিকায়।

২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান বুবলী। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে, তবে দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি।

ঢালিউডে সবচেয়ে আলোচিত গোপন প্রেম, বিয়ে, সন্তানের বিষয়ে শীর্ষে আছেন নায়িকা অপু বিশ্বাস। এখানেও তার সঙ্গে আছেন শীর্ষ নায়ক শাকিব খান। আট বছরের বেশি সময় সংসার চালিয়ে যাওয়া এই দুই নায়ক-নায়িকা সন্তান জন্মের পরও নিজেদের সংসারের কথা গোপন রাখেন। এর পর একটি বেসরকারি টেলিভিশনে সন্তানসহ হাজির হন অপু। সরাসরি সম্প্রচারিত সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে তার বিয়ে হয় আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের কলকাতার একটি হাসপাতালে তাদের ছেলের জন্ম হয়। যদিও ওই দিনটির আগে পর্যন্ত অপু বিশ্বাসকে যতবার জিজ্ঞেস করা হয়েছিল, শাকিবের সঙ্গে তার বিয়ের কথা ততবারই হেসে উড়িয়ে দেন তিনি।

ঢালিউডের আরেক নায়ক ইমনও তার বিয়ের খবর গোপন রাখেন। শুধু তা-ই নয়, এই নায়ক স্ত্রী-সন্তান নিয়ে দিব্যি সংসার করলেও বিয়ের ব্যাপার নিয়ে মুখ খোলেননি। একপর্যায়ে নিজের বিয়ে আর দুই সন্তানের কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করতে বাধ্য হন এই নায়ক। অভিনেতা ইমন, তার স্ত্রীর নাম শিখা।

জনপ্রিয় নায়িকা পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে আছেন। কোথায় আছেন, কী করছেন, কেউ জানে না। নিকটাত্মীয়রাও তার খবর দিতে অপারগ। এমন দীর্ঘ আত্মগোপনে আগে কখনো যাননি পপি। হন্যে হয়ে তাকে খুঁজছেন নির্মাতা-সাংবাদিক। ২০১৯ সালের দিকে তিনি ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারা ডিওএসএইচ-এর ফ্ল্যাটে ওঠেন। গুঞ্জন আছে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন পপি। ওই প্রকৌশলীই পপিকে উপহার হিসেবে ফ্ল্যাটটি দিয়েছেন। পপির মোবাইল নম্বরও বন্ধ অনেক দিন ধরে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ। তার এই আড়াল হওয়ায় পপি বিয়ে করে সংসারী হয়েছেন- এমন গুঞ্জন বহুদিনের। এবার শোনা যাচ্ছে পপি মা হয়েছেন।

পাশের দেশ ভারতের বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত জাহানের এমন খবর বেশ চর্চিত। তাকে ঘিরে আলোচনা ব্যবসায়ী নিখিল জৈনকে ২০১৯ সালে বসিরহাটের সাংসদ হওয়ার পর ভোট মিটতেই বিয়ে করেন নুসরাত। সেই রাজকীয় বিয়ের একটি অংশ ডেস্টিনেশন ম্যারেজ হিসাবে সংগঠিত হয় তুরস্কে। এদিকে তার পরই সেই স্বর্গসুখের সংসারে ভাঙন ধরে। নুসরাতের সঙ্গে তার সহ-অভিনেতা যশের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরবর্তীকালে জানা যায়, নুসরাত গর্ভবতী হয়েছেন। তবে সন্তান নিখিলের নয় বলেই জানা যাচ্ছে।

বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন অবশ্য কোনো রাখঢাক রাখেনি। কাল্কি তার সঙ্গী গাই গার্শবার্গের সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই খোলাখুলি কথা বলেছেন। এমনকি বিবাহবহির্ভূতভাবে সন্তান ধারণের কাহিনি ও অভিজ্ঞতার কথা তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন। তিনি এও জানান যে, সম্পর্ক থেকে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে তার পরিবার যখন জানতে পারে, তখন তারা সাফ জানিয়েছিলেন কাল্কিকে যে, ‘পরবর্তী সময়ে যখন বিয়ে করবে, জেনে রেখো যে, এটি তোমার সারা জীবনের জন্য।’

 

এসবি/এমই