পুঠিয়ায় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু


পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ফাহিম হোসাইন (১০) নামের এক শিশু পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ঘোষ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম হোসাইন ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পিতা জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে এলাকার বন্ধুদের সাথে ফাহিম বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি তার বন্ধুরা বুঝতে পেরে পাশের লোকজনদের ডেকে আনে।

পরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার জানাযা শেষে দাফন করা হয়।

এসবি/এমএস/জেআর