পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় ভ্যান থেকে পড়ে গিয়ে ট্রাক চাপায় একজন নিহত। নিহতের নাম সাদিকুল ইসলাম (৩৫) তিনি উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা বলেন, সন্ধ্যার দিকে নিহত ব্যাক্তি ভ্যানযোগে বানেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে পোল্লাপুকুর এলাকায় ভ্যানের এক্সেল ভেঙ্গে যায় আর সাদিকুল ছিটকে সড়কে পড়ে যায়। সে সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এসবি/এইচএম/এআইআর