সাহেব-বাজার ডেস্ক: কার্ল হাইনরিশ মার্ক্স (৫ মে ১৮১৮-১৪ মার্চ ১৮৮৩) জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী। মানব ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে তিনি একজন।
মার্ক্সের গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে- তিন খণ্ডে ‘পুঁজি’ ও ফ্রেডরিখ এঙ্গেলসের সঙ্গে যৌথভাবে রচিত ‘কমিউনিস্ট ইশতেহার’ (১৮৪৮)।
সমাজ, অর্থনীতি ও রাজনীতিসংক্রান্ত মার্ক্সের তত্ত্বসমূহ মার্ক্সবাদ নামে পরিচিত। মার্ক্সের মতে, শ্রেণি সংগ্রামের ভেতর দিয়ে মানবসমাজগুলো বিবর্তিত হচ্ছে। পুঁজিবাদী ব্যবস্থায় এই সংগ্রামের প্রকাশ ঘটে শাসকশ্রেণি ও শ্রমজীবী শ্রেণির মাঝে। মার্ক্স বলেন, উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হয়ে শ্রমিক শ্রেণি যে পরিমাণ নতুন মূল্যের সৃষ্টি করে, তার ভগ্নাংশই মাত্র তারা মজুরি বাবদ পান, উদ্বৃত্ত সিংহভাগ অংশ পুঁজির মালিকরা আত্মসাৎ করে ফেলেন।
দ্বান্দ্বিক বস্তুবাদ অনুসরণ করে মার্ক্স দাবি করেন, পূর্বতন সমাজব্যবস্থাগুলোর মতো পুঁজিবাদও তার অন্তঃস্থ বিভেদ ও শ্রেণি সংগ্রামের দরুণ ভেঙে পড়বে এবং সমাজতন্ত্রের জন্ম হবে। মার্ক্স মনে করেন, অস্থিতিশীল ও সংকটপ্রবণ পুঁজিবাদী ব্যবস্থায় ক্রমাগত শ্রেণি সংগ্রামের ভেতর দিয়ে মজলুম শ্রমজীবী শ্রেণির মাঝে ঐক্য গড়ে উঠবে এবং এই ঐক্যবদ্ধ শ্রমজীবী শ্রেণি জালেম শাসকশ্রেণিকে ক্ষমতাচ্যুত করে শ্রেণিহীন কৌম সমাজব্যবস্থা গড়ে তুলবে।
এসবি/এমই