Ad Space

তাৎক্ষণিক

রাজশাহীতে তাঁত পাট বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন বাদশা

ফেব্রুয়ারি ১০, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১০ দিনব্যাপি তাঁত, পাট, বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা। শুক্রবার সন্ধ্যায় নগর ভবনের গ্রীনপ্লাজায় এই মেলার উদ্বোধন করা হয়।

উইমেন এন্টার প্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) রাজশাহী জেলা শাখা এই মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধনকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, ওয়েবের জেলা সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীনসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।