Ad Space

তাৎক্ষণিক

এসএসসিতে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৪৩০, বহিষ্কার ১

ফেব্রুয়ারি ৯, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী শিক্ষাবোর্ডে মোট ৪৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। বিকেলে রাজশাহী শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মোট এক লাখ ৬৩ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬২ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৪৩০ জন শিক্ষার্থী।

এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তার নাম চন্দন কুমার দাস। পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল সে।