Ad Space

তাৎক্ষণিক

রাজশাহী বোর্ডে ইংরেজি প্রথমপত্রে তিনজন বহিষ্কার

ফেব্রুয়ারি ৭, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে নাটোর জেলা থেকে দুইজনকে আর পাবনা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। রাজশাহী শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মোট এক লাখ ৬৩ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬২ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। অনুপস্থিত ছিলো ৪২৯ জন শিক্ষার্থী।

বহিস্কৃত ওই তিন পরীক্ষার্থী হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের শিহাব মৃধা, ছাতারভাগ উচ্চ বিদ্যালয়ের নাসিম উদ্দিন ও পাবনার সুজানগরের রাণীনগর বহু: উচ্চ বিদ্যালয়ের ইসরাত হোসেন।