Ad Space

তাৎক্ষণিক

নাটোরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৪, ২০১৭

নাটোর প্রতিনিধি : দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং হত্যকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে নাটোরে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় নাটোরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু, বিটিভি’র নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন, ৭১ টেলিভিশনের বুলবুল আহমেদ, সংগঠনের সদস্য সচিব মাহাতাব হোসেনসহ অন্যান্যরা। বক্তারা সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার হত্যকান্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।