Ad Space

তাৎক্ষণিক

নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জানুয়ারি ১০, ২০১৭

নাটোর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খাঁন, নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।