Ad Space

তাৎক্ষণিক

উৎসবমুখর পরিবেশে নাটোরে বই উৎসব

জানুয়ারি ১, ২০১৭

নাটোর প্রতিনিধি : নাটোরে মাধ্যমিক, এবতেদায়ী, ভকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয়েছে বই উৎসব। রবিবার সকালে শহরের বালিকা বিদ্যালয় এবং সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে জেলা প্রশাসক শাহিনা খাতুন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফীসা বেগম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এবার জেলার ৬ লাখ ২৫ হাজার ২৫০ সেট সরকারী ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এবং মাধ্যমিক, এবতেদায়ী ও ভকেশনালের শিক্ষার্থীর মাঝে ২৮ লাখ ৩৫ হাজার ৭১৭ সেট বই বিতরণ করা হবে।