Ad Space

তাৎক্ষণিক

  • চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আটকের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা– বিস্তারিত....
  • চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ঝটিকা মিছিল থেকে আটক ৭– বিস্তারিত....
  • পবিত্র রমজান শুরু রোববার– বিস্তারিত....
  • শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, উদ্বিগ্ন সাংসদ বাদশা– বিস্তারিত....
  • ভোটের ‘ধর্মীয় সেন্টিমেন্টে’ ভাস্কর্য সরানোর ‘পক্ষে’ আ’লীগ-বিএনপি– বিস্তারিত....

যেভাবে পাওয়া যাবে জেএসসি-জেডিসির ফল

ডিসেম্বর ২৯, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : এবছর অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে জেএসসি ফল পেতে JSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন- JSC Dha ২২৩৬৫৭ ২০১৬ এবং Send করুন ১৬২২২ নম্বরে।

একই ভাবে জেডিসির ফলে পেতে JDC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া, ইন্টারনেটে জেএসসি-জেডিসি’র ফলাফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ঠিকানায়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের http://www.moedu.gov.bd ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পেতে- DPE<স্পেস> প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একই ভাবে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পেতে- EBT<স্পেস> প্রার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া  www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd ব্রাউজ করে ইন্টারনেটে পাওয়া যাবে ফল। উপজেলা/থানার কোড নম্বর জানতে www.teletalk.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।