Ad Space

তাৎক্ষণিক

পাবনায় বাসচাপায় একজনের মৃত্যু

ডিসেম্বর ২২, ২০১৬

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় বাসচাপায় মোছেন মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার কাজীরহাট-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছেন মোল্লা আমিনপুর নতুনবাজার গ্রামের ওমর আলী মোল্লার ছেলে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেল ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন মোছেন মোল্লা। পথিমধ্যে তিনি আমিনপুর পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী রাজদূত পরিবহন বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।