Ad Space

তাৎক্ষণিক

ছাত্রলীগের সহিংসতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ডিসেম্বর ২১, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল ১০ দিনের জন‌্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যায় ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করলে হল বন্ধের এই ঘোষণা আসে।

বিশ্ববিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।