Ad Space

তাৎক্ষণিক

জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন

ডিসেম্বর ১৯, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : জাতীয় ওষুধ নীতি, ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগের ওষুধ নীতিকে হালনাগাদ করে নতুন এ ওষুধ নীতির অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই নীতিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ওষুধের দাম বছরে একবার কমাতে কিংবা বাড়াতে পারবে। এ ছাড়া ওষুধ দাম নির্ধারণের বিষয়টি এ নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া আগের নীতিটি ছিল ইংরেজিতে। নতুন ওষুধ নীতিতে সবার বোঝার সুবিধার জন্য এটিকে বাংলা করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।