Ad Space

তাৎক্ষণিক

মঈন-রুটের ব্যাটে প্রথম দিন ইংল্যান্ডের

ডিসেম্বর ১৬, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। চেন্নাইতে সকালে টস জিতেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনি ব্যাট করার সিদ্ধান্ত নেন।

কিন্তু ২১ রানেই ২ উইকেট হারিয়ে নিজের সিদ্ধান্তকে ভুল মনে হয়েছিল কুকের। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মঈন আলী ও জো রুট। তাদের দুজনের ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। রুট ৮৮ রান করে আউট হয়েছেন। ১২০ রান নিয়ে অপরাজিত আছেন মঈন আলী। তার সঙ্গে ৪৯ রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো। আগামীকাল তারা দুজন ব্যাট করতে নামবেন।

বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা একাই নিয়েছেন ৩ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন ইশান্ত শর্মা।