Ad Space

তাৎক্ষণিক

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা দিবস পালিত

ডিসেম্বর ১, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিজয়ের মাসের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে ‘আমরাই স্বাধীনতা এনেছি’-স্লোগানে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ, জেলা ইউনিট কমান্ড জেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা অফিসে ফিরে গিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক কমান্ডার ওমর আলী, ডেপুটি জেলা কমান্ডার তরিকুল ইসলাম, সদর উপজেলা সাবেক কমান্ডার আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা ও জেলার প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশ নেন।