Ad Space

তাৎক্ষণিক

সুন্দরবনের দস্যু খোকাবাকু বা‌হিনীর আত্মসমর্পণ

নভেম্বর ২৮, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : বরিশালে সুন্দরবনের দস্যু খোকাবাকু বা‌হিনীর প্রধানসহ ১২ জন র‌্যাবের কাছে আত্মসমর্পণ ক‌রে‌ছে। এ সময় ২২টি আ‌গ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড বি‌ভিন্ন প্রকার গুলি জমা দেন তারা।

সোমবার বেলা সা‌ড়ে ১১টায় র‌্যাব-৮ এর সদর দফতর ব‌রিশাল নগরীর রুপাতলী‌তে তারা আনুষ্ঠা‌নিকভা‌বে স্বরাস্ট্রমন্ত্রীর উপ‌স্থি‌তি‌তে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।