Ad Space

তাৎক্ষণিক

ভারতে রেল দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নভেম্বর ২০, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানোদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।

জানা গেছে, উদ্ধার হওয়া লাশের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ২২৬ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৭৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন শেখ হাসিনা।