Ad Space

তাৎক্ষণিক

ভারতের কানপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৫৫

নভেম্বর ২০, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরের পুখরায়নের কাছে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তাৎক্ষণিকভাবে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর প্রকাশ করে। নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চিকিৎসক ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে রেলের লাইনচ্যুত হওয়া কারণ তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি।”