Ad Space

তাৎক্ষণিক

নাটোরে আইসিটি ইন এডুকেশন বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ

নভেম্বর ১৬, ২০১৬

নাটোর প্রতিনিধি : নাটোরে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ পিটিআই ট্রেনিং সেন্টারে সমাপনি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার ২৫ জন শিক্ষক অংশ নেন। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন পিটিআই এর ইন্সটাক্টর রবিউজ্জামান, মেহবুবুর রহমান এবং শ্যাম সুন্দর মিত্র। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে শিক্ষাদান সহজ হবে বলে জানান প্রশিক্ষকরা।