Ad Space

তাৎক্ষণিক

সাপের সঙ্গে বিয়ে, ঘর-সংসার!

নভেম্বর ১৩, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক :  থাইল্যান্ডে প্রেমিকার মৃত্যুর পর এক সাপকে বিয়ে করেছেন এক যুবক। ওই সাপের সঙ্গে তার ঘর-সংসার চলছে পুরোদস্তুর। একসঙ্গে টিভি দেখেন, ভিডিও গেম খেলেন, কেরাম বোর্ড খেলেন, দূরে কোথাও বেড়াতে যান। এমনকি সাপকে নিয়ে বের হন শপিংয়ে।

snake-5
ওই গোখরা সাপের দৈর্ঘ্য ১০ ফুট। বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুসারে, মৃত মানুষ প্রাণীর বেশে ফিরে আসে। ওই যুবকটির ধারণা তার প্রেমিকাও ফিরে এসেছে সাপের বেশে। বুনো সাপটিকে প্রথম পোষ মানান তিনি এরপর প্রেমিকা মনে করে বিয়েও করেছেন।

snake-4

snake-3

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক জানান,  সাপটিকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারেন না। সাপটিকে তিনি একটি জঙ্গল থেকে তুলে এনেছিলেন। তারপর থেকেই তারা একসঙ্গেই থাকেন। এলাকায় ওই যুবক ‘স্নেকম্যান’ নামে পরিচিত। সূত্র : মিরর।

snake-2

snake-1