Ad Space

তাৎক্ষণিক

নাটোরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নভেম্বর ১৩, ২০১৬

নাটোর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জঙ্গিবাদ প্রতিরোধসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার বনপাড়া বাজারে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বনপাড়া পৌরসভার যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মেয়র কেএম জাকির হোসেন, অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী জয়ন্ত কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল মান্নান, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারেক।