Ad Space

তাৎক্ষণিক

মারা গেলেন প্রখ্যাত গায়ক লিওনার্দ কোহেন

নভেম্বর ১১, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : কানাডার প্রখ্যাত গায়ক, গানলেখক, কবি এবং ঔপন্যাসিক লিওনার্দ নর্মান কোহেন আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ শুক্রবার কোহেনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে এতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। কোহেন কানাডার সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব কানাডা’-এ ভূষিত হয়েছিলেন।

এছাড়া ২০১১ সালে তিনি সাহিত্যে ‘পিন্স অব আস্তুরিয়াস’ পুরস্কার লাভ করেন। চলতি বছরের অক্টোবরে তার ১৪তম এবং সর্বশেষ অ্যালবাম ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ প্রকাশিত হয়।