Ad Space

তাৎক্ষণিক

পাকিস্তানের ৪টি নিরাপত্তা ফাঁড়ি ধ্বংস, দাবি ভারতের

অক্টোবর ৩০, ২০১৬

সাহেব-বাজার ডেস্ক : জম্মু-কাশ্মিরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন পাকিস্তানের চারটি নিরাপত্তা ফাঁড়ি ধ্বংসের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। এ ঘটনায় বহু হতাহত হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জম্মু-কাশ্মিরের আরএস পুরা সেক্টরে পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর অল্প সময় পরই ওই ফাঁড়িগুলো ধ্বংস করা হয়েছে।

শনিবার এর আগে মাচিল সেক্টরে পাকিস্তানের গুলিতে এক বিএসএফ সদস্য নিহত হয়। সর্বশেষ দুই দেশের মধ্যে কয়েকবার গোলাগুলিতে ভারতের চার সৈন্য ও বিএসএফের তিন সদস্য নিহত হয়েছে।