Ad Space

তাৎক্ষণিক

শিবগঞ্জে ৭ লাখ জাল রুপিসহ গ্রেফতার ১

অক্টোবর ২৭, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ সুমন আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার লাহাপুর ধোপপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন শিবগঞ্জের কলাবাড়ি এলাকার হযরত আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাহাপুর ধোপপুকুর এলাকায় কয়েকজন ব্যক্তি ভারতীয় জাল রুপি লেনদেনের জন্য অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সেখানে অভিযান চালায়।

এ সময় ৭ লাখ ভারতীয় জাল রুপি, একটি মোবাইল সেট ও দুটি সীম কার্ডসহ সুমন আলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় সুমন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।