Saheb Bazar | logo

২১শে চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২০ ইংসৌদি আরবে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২০, ১৮:৫৪

সৌদি আরবে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

সাহেব-বাজার ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে আল-সামির এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল আমিন পিতা ফরহাদ আলী গ্রাম বাড়ি আমতৌল, থানা কালিহাতী, জেলা টাঙ্গাইল, মোহাম্মদ কাউসার, পিতা মৃত কাজল মিয়া, থানা মনোহরদী, হাফিজপুর গ্রাম তামাককান্দা, জেলা নরসিংদী, ময়মনসিংহের গফরগাঁওয়ের শাকিল মিয়া, পিতা কামাল উদ্দিন।

দুপুরে কাজে যাওয়ার সময় আল-সামির এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহতরা জেদ্দায় ইয়ামামা কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত তিনজনের মরদেহ জেদ্দায় একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এসবি/এআইআর
ই-চিঠি: news@saheb-bazar24.com
মুঠোফোন: +৮৮০১৭২০৩৭২৮৯৮

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়
২১১, রোকেয়া ভিলা (৪ তলা), কুমারপাড়া, রাজশাহী-৬১০০

Copyright  @ Saheb Bazar24.  All right reserved. Website Hosted by www.bdwebs.com