সন্ধ্যা ৬:৪৮ রবিবার ১৫ ডিসেম্বর, ২০১৯
সাহেব-বাজার ডেস্ক : টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অসহায়ত্ব আবারও প্রকাশ পেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে পরাজিত আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।
ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের লজ্জার রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান।
১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৪টি টেস্ট হারের রেকর্ড গড়েছে তারা।
এতদিন এই লজ্জার বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের দখলে ছিল। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট হারে টাইগাররা।
অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ইনিংস ও ৫ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রানে পরাজিত সফরকারীরা।
এসবি/জেআর